Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু কাপে অংশ নিতে সিলেটে বাংলাদেশ দল

সেমিফাইনাল পর্যন্ত খেলার প্রত্যাশা অধিনয়াক ও কোচের

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জানুয়ারী, ২০১৫

সিলেট ওসমানী বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল দল

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্টে অংশ নিতে সিলেটে এসে পৌচেছে বাংলাদেশ। সোমবার বেলা ১ টায় সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে নামে বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে নেমেই দলীয় অধিনায়ক মামনুল হাসান টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত খেলার আশা ব্যক্ত করেছেন।
বাংলাদেশ ফুটবল দল সিলেট আসার সংবাদে ফুটবলের কর্মকর্তা আর সাংবাদিকরা দুপুর থেকেই ভিড় করেন ওসমানী বিমানবন্দরে। ছিলো নিরাপত্তাকর্মীদের কড়াকড়ি। দুপুর ১টায় নভো এয়ারের একটি বিমান এসে অবতরণ করে রানওয়েতে। একে একে নেমে আসেন বাংলাদেশের স্বপ্নসারথীরা। বিমানবন্দরেই সিলেট ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তরা ফুল দিয়ে স্বাগত জানান দলের খেলোয়া কোচ ও কর্মকর্তাদের। বিমানবন্দর থেকে সোজা হোটেলে চলে যান খেলোয়াড়রা। উপশহরস্থ রোজভিউ হোটেলে উঠেছে বাংলাদেশ দল। বিকেলে প্র্যাকটিসেও ঘাম ঝড়ান খেলোয়াড়েরা।
এরআগে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে দলীয় অধিনায়ক মামুনুল হক শুনিয়েছেন ভালো কিছুর আশাবাদ। মামুনুল বলেন, দলে কোনো ইনজুড়ি সমস্যা নেই। প্রস্তুতিও ভালো হয়েছে। ফলে এ টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি।
মামুনুল বলেন, গেলো কয়েক সপ্তাহ ঢাকার বিকেএসপিতে কঠোর অনুশীলন করেছে দল। এতে খেলোয়ারদের মনোবলও অনেক শক্তিশালী। তাই আশা করছি খেলোয়াড়রা ভালো ফলাফল করবে।
ভালো কিছুর আশা ব্যক্ত করেছেন দলের কোচ ডি ক্রুইফও। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তিনি। তবে ক্রুইফের বাড়তি অনপ্রেরণা সিলেটের দর্শক। ক্রইফ বলেন, শুনেছি সিলেটের মাঠে ফুটবলে প্রচুর দর্শক হয়। এই দর্শক আমাদের বাড়তি শক্তি জোগাবে। আশা করছি, দল ভালো পারফর্ম করবে।
সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন সেলিম জানিয়েছেন, টুর্ণামেন্টে অংশ নেওয়া বাকী দলগুলো মঙ্গলবার সিলেট এসে পৌছবে। ২৯ জানুয়ারী সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন হবে ছয় জাতির এই আন্তর্জাতিক টুর্ণামেন্ট। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাহরাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনালসহ মোট চারটি খেলা অনুষ্ঠিত হবে সিলেটের ভেন্যুতে।
গত বছরের সেপ্টেম্বরে সিলেটের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের কাছে পরাজিত হয়েছিলো বাংলাদেশ। তবে সেদিন বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতি অনুপ্রাণিত করেছিলো  ফুটবালদের। এবার সেই অণুপ্রেরণাকে কাজে লাগিয়ে ভালো কিছু করতে চান ফুটবলাররা।







টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.