Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস : স্থগিত ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২০

বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৪র্থ আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপ। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে রবিবার থেকে শুরু হতে যাওয়া এই আসর অনির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আসর স্থগিত করার কথা জানায় আর্চারি ফেডারেশন ।

যদিও তাদের বিজ্ঞপ্তিতে কারণ উল্লেখ্য করা হয়নি, ‘আসন্ন ৪র্থ আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপস-২০২০ টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ২৩ হতে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তারিখ নির্ধারিত হলে আপনাদেরকে অবগত করা হবে।’

তবে সংবাদমাধ্যমকে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল কারণ হিসেবে করোনাভাইরাসের কথা বলেছেন।

‘করোনাভাইরাস আতঙ্কের কারণে অনেক দেশ প্রতিযোগী পাঠাতে রাজি হচ্ছে না। এ কারণে টুর্নামেন্টটি আপাতত স্থগিত করে দিতে হচ্ছে। এরপর আমরা বসে সিদ্ধান্ত নিব কবে নাগাদ এটি আয়োজন করা যায়।’- বলেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

২০১৭ সাল থেকেই এই আসর আয়োজন করে আসছে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.