Sylhet Today 24 PRINT

বিশ্বকাপে স্টার স্পোর্টসে বাংলায় ধারাভাষ্য

নিউজ ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৫

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ১১তম ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানসহ প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

 


সাধারণত আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন স্টার স্পোর্টস ইংরেজিতে ধারাভাষ্য দিয়ে থাকে। গত কয়েক বছর ধরে হিন্দিতেও ধারাভাষ্য দেওয়ার ব্যবস্থা করেছে চ্যানেলটি। তবে এবার প্রথমবারের মতো বাংলায় ধারভাষ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষটি। বিশ্বকাপ ক্রিকেট থেকেই বাংলায় ধারাভাষ্য দেওয়া হবে।


বাংলাসহ মোট ছয়টি ভাষায় এবারের বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করবে স্টার স্পোর্টস। ভারতের দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দি, তামিল, কানাড়া ও মালয়ালম ভাষায় ধারাভাষ্য শোনা যাবে।

 

 
 
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.