Sylhet Today 24 PRINT

স্বস্তিতে থেকে দ্বিতীয়দিন শেষ করেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২০

ছবি : ক্রিকইনফো

জিম্বাবুয়ের বিরুদ্ধে ঢাকা টেস্টে বেশ স্বস্তিতে আছে স্বাগতিক বাংলাদেশ। ২৬৫ রানে জিম্বাবুয়ে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয়দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২৪০ রান তুলেছে মুমিনুলবাহিনী। ২৫ রানে পিছিয়ে থাকলেও হাতে ৭ উইকেট রয়েছে টাইগারদের। ৬৮ রানের জুটি গড়ে ক্রিজে আছেন মুমিনুল (৭৯) ও মুশফিক (৩২)।

নাঈম ও রাহীর বোলিং তোপে নিজেদের ইনিংস খুব বড় করতে পারেনি সফরকারী জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ব্যাক টু ব্যাক চার হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ব্যর্থ হন সাইফ হাসান (৮)। সাইফ ফেরার পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন তামিম। ছন্দময় ব্যাটিং করতে করতে ১৩ হাজার রানের মাইলফলক ছোঁয়ার পর তামিমও (৪১) সাজঘরে ফেরেন। এরপর ৭৬ রানের জুটি গড়েন শান্ত ও মুমিনুল। ব্যক্তিগত ৭১ রানে শান্ত ফেরার পর বিপদ বাড়তে দেননি মুশফিক-মুমিনুল।

ছয় উইকেটে ২২৮ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ের রান বাড়ান রেগিস চাকাভা। শেষ উইকেটে মাঠ ছাড়ার আগে ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে নাঈম ও রাহি নিয়েছেন চারটি করে উইকেট। বাকি দুটি তাইজুলের শিকার।

সংক্ষিপ্ত স্কোর:

(দ্বিতীয় দিনের শেষে)

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১০৬.৩ ওভারে ২৬৫ (মাসবাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেইলর ১০, সিকান্দার ১৮, মারুমা ৭, চাকাবা ৩০, টিরিপানো ৮, এনডিলোভু ০, টুসুমা ০, নিয়াউচি ৬*; ইবাদত ০/২৬, জায়েদ ৪/৭১, নাঈম ৪/৭০, তাইজুল ২/৯০)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৭১ ওভারে ২৪০/৩ (তামিম ৪১, সাইফ ৮, শান্ত ৭১ , মুমিনুল ব্যাটিং ৭৯, মুশফিক ব্যাটিং ৩২; টিরিপানো ১/৪০, নিয়াউচি ১/৪১, রাজা ০/৭৫, টুসুমা ১/৪৬, এনডিলোভু ০/৩৩)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.