Sylhet Today 24 PRINT

মুশফিককে অপেক্ষায় রেখে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২০

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনটিও ছিল বাংলাদেশের। অধিনায়ক হিসেবে মুমিনুল হক নবম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। মুশফিকুর রহিম অবশ্য এক রান থেকে দূরে আছেন সপ্তম টেস্ট সেঞ্চুরির। তার আগেই ৩ উইকেটে ৩৫১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিকরা।

বাংলাদেশ বড় লিডের পথেই আছে, এগিয়ে ৮৬ রানে। সকাল থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে মুমিনুল হক ও মুশফিকুর রহিম জুটি। ১৭৯ রান উঠেছে এই জুটিতে। মুশফিক ক্রিজে আছেন ৯৯ রানে, মুমিনুল হক ১১৯ রানে।

অনেক দিন ধরেই বড় ইনিংসের দেখা পাচ্ছিলেন না মুমিনুল। এমনকি অধিনায়ক হওয়ার পরেও। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সেই আক্ষেপ মিটিয়েছেন অবশেষে। বড় ইনিংস তো বটেই, অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন।

৯৬ রানে ব্যাট করতে থাকা মুমিনুল সেঞ্চুরি তুলে নেন ৮৩তম ওভারে। তিরিপানোর বল বাউন্ডারিতে ঠেলে দিয়ে পূরণ করেন নবম টেস্ট সেঞ্চুরি। এর আগেই স্বাগতিকরা লিড তুলে নেয় আধা ঘণ্টার মধ্যে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিন সকালে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.