Sylhet Today 24 PRINT

নেতৃত্ব ছাড়লেও প্রিয় \'মাশরাফি ভাই\' হয়েই থাকবেন সারা জীবন: সাকিব

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মার্চ, ২০২০

শুক্রবার দুপুরে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিই অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ওয়ানডে।

ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার তার ঘোষণার কিছুক্ষণ পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল বদল। একে একে সংবাদ সম্মেলন কক্ষে আসছিলেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা। সব ক্রিকেটারের প্রতি ক্রীড়া সাংবাদিকদের তখন একটাই প্রশ্ন, অধিনায়ক মাশরাফিকে কতটা মিস করবেন।

এমন প্রশ্নে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা। নিষিদ্ধ থাকায় স্বভাবতই সাকিব আল হাসান ছিলেন না এসব ক্রিকেটারের ভিড়ে। তবে অগ্রজের প্রতি শুভ কামনা জানাতে ভুলে যাননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফিকে নিয়ে আবগঘন একটি লেখা লিখেছেন দেশসেরা এই অলরাউন্ডার।

সাকিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'সত্যিকারের নেতা এবং যোদ্ধা বলতে যা বোঝায়, আপনি আমাদের কাছে তার দৃষ্টান্ত হয়ে থাকবেন সব সময়। বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনি উৎসাহ যুগিয়েছেন আমাদের। শিখিয়েছেন নিজেদের প্রতি বিশ্বাস রাখতে। আপনার থেকেই শিখেছি গৌরব আর সম্মানের সাথে দেশের জার্সি পরে কীভাবে মাঠে লড়তে হয়।'

'নিঃসন্দেহে আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি মাঠে, কাটাবো সামনের দিনগুলোতেও। নিজের উদ্যমে যেভাবে আমাদের প্রেরণা দিয়েছেন আর প্রতিটা মুহূর্ত পাশে থেকে দল হিসেবে সামনে এগিয়ে যেতে সাহায্য করার ব্যাপারটা ভুলবনা কখনোই। বিনয় আর সম্মানের সাথে টিম টাইগার্স আর প্রিয় জাতীয় পতাকাকে বিশ্বের বুকে উঁচিয়ে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।'

'হয়তো আমাদের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কিন্তু আমাদের সবার প্রিয় 'মাশরাফি ভাই' হয়ে সারাটা জীবন থাকবেন আমাদেরই মাঝে। সব সময়ই যেন আমাদের জন্য আপনার সেরাটা দিতে পারেন, এই শুভকামনা জানাচ্ছি।'

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মাশরাফি। ২টা থেকে শুরু হতে যাওয়া ম্যাচটিই অধিনায়ক হিসেবে তার শেষ ওয়ানডে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.