Sylhet Today 24 PRINT

ইনিংস পরাজয়ের মুখে বাংলাদেশ-এ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৫

কর্ণাটক রাজ্য দলের সঙ্গে হারের পর আরেকটি পরাজয়ে মুখে ভারত সফররত বাংলাদেশ-এ দল। প্রতিপক্ষ ভারত-এ।

এবার চোখ রাঙানি দিচ্ছে ইনিংস পরাজয়। ইনিংস পরাজয় এড়াতেই শেষ দিনে মুমিনুলদের প্রয়োজন ১৪৭ রান, হাতে ৮ উইকেট। প্রথম ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ-এ  দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ৩৬ রান নিয়ে।

বৃষ্টি আর আলোকস্বল্পতা মিলিয়ে দ্বিতীয় দিনে খেলা হয়নি ২৬ ওভারের মতো। তার পরও পরাজয়ের শঙ্কাকে দূরে ঠেলতে পারেনি বাংলাদেশ-এ ।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট হয়ে ওপেনার এনামুল হক পেয়েছেন ‘পেয়ার’। আরেক ওপেনার সৌম্য সরকার ৩ চার ও ১ ছক্কায় ১৯ রান করে আউট হয়েছেন জয়ন্ত যাদবের অফ স্পিনে।

প্রথম দিনে ৩৩ ওভারেই ১৬১ রান তুলে ফেলা ভারত-এ  দল দ্বিতীয় দিনও রান তুলেছে বলের সঙ্গে পাল্লা দিয়ে। মাত্র ৮৬.১ ওভারে ৫ উইকেটে ৪১১ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারতীয়রা।

১১৬ রান নিয়ে দিন শুরু করা শিখর ধাওয়ান দ্বিতীয় দিনেও আগ্রাসি ব্যাটিং করে ছুঁয়ে ফেলেন দেড়শ’। শেষ পর্যন্ত ১৮ চার ও ৩ ছক্কায় ১৪৬ বলে ১৫০ করে আউট হয়েছেন সাকলাইন সজিবের বলে।

আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে ৩৮ রানে বোল্ড করেন নাসির হোসেন। উইকেটপতনেও কমেনি ভারতীয়দের রানের গতি। ভারতের টেস্ট দলের দরজায় কড়া নাড়তে থাকা করুন নায়ার করেন ১২ চারে ৭১ রান। চারটি করে চার ও ছক্কায় ১১০ বলে ৮৬ করে আউট হন বিজয় শঙ্কর। দুজনকেই বোল্ড করেন লেগ স্পিনার জুবায়ের।

বিজয় শঙ্কর আউট হতেই ইনিংস ঘোষণা করে দেয় ভারত-এ । ২৫ রানে অপরাজিত থাকেন উইকেটকিপার নামান ওঝা।

প্রথম দিন ২.৫ ওভার বল করেই চোট নিয়ে মাঠ ছাড়া রুবেল দ্বিতীয় দিনও বল করতে পারেননি। ৩.২ ওভার করে চোটের কারণে আর বোলিং করতে পারেননি শফিউল ইসলামও।

৭৬ রানে ২ উইকেট নেন জুবায়ের। ১০৬ রানে ১ উইকেট নিয়েছেন শুভাগত হোম, ১২১ রানে ১টি সাকলাইন। নাসির ১ উইকেট নিয়েছেন ৬৭ রানে।

যে আশায় ভারত-এ  দলের ত্বরিত ইনিংস ঘোষণা, সেটি পূর্ণ করেন দলের বোলাররা। ২১ রানের মধ্যে ফেরত পাঠান বাংলাদেশ-এ  দলের দুই ওপেনারকে।

আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে ৯ রানে অপরাজিত ছিলেন মুমিনুল, ৭ রানে লিটন। প্রথম ইনিংসে সাব্বির রহমানের সেঞ্চুরি আর ছয় শূন্য-তে বাংলাদেশ-এ  গুটিয়ে গিয়েছিল ২২৮ রানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.