Sylhet Today 24 PRINT

সুবিধাবঞ্চিতদের পাশে নেইমার

স্পোর্টস ডেস্ক |  ৩০ মার্চ, ২০২০

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার ক্যাম্পেইনে সমর্থন জানিয়েছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও বার্তায় অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

ব্রাজিলের কয়েকজন তারকা মিলে একটি তহবিল জোগাড়ের ক্যাম্পেইন শুরু করেছেন। সেখানে টিভি ব্যক্তিত্ব যেমন আছেন, তেমনি ক্রীড়া জগতের নক্ষত্ররাও আছেন।

অসহায় মানুষদের সরাসরি অথবা কোনো সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অর্থ দেয়া যাবে। এই ক্যাম্পেইনে নেইমার ঠিক কত টাকা দেবেন সেটি স্পষ্ট করে বলেননি।

‘ভাইরাসের চেয়ে সংহতি বেশি সংক্রামক,’ ভিডিও বার্তায় এভাবে মানুষকে এগিয়ে আসতে বলেন পিএসজি তারকা, ‘সবাইকে এক হয়ে ভাইরাস মোকাবিলা করতে হবে। ’

করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার পর নেইমার পিএসজি থেকে ব্রাজিলে নিজের বাড়িতে চলে যান। সেখানেই এখন সময় কাটছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রাজিলে ৪ হাজার ২৫৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩৬ জন। সেরে উঠেছেন মাত্র ৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.