Sylhet Today 24 PRINT

নারী ক্রিকেটারদের জন্য বিসিবির আর্থিক সহযোগিতা ঘোষণা

স্পোর্টস ডেস্ক |  ৩০ মার্চ, ২০২০

করোনাভাইরাসের প্রভাবে দেশের উদ্ভূত পরিস্থিতিতে গত শনিবার বিসিবির চুক্তির বাইরে থাকা পুরুষ ক্রিকেটারদের জন্য এককালীন ত্রিশ হাজার টাকার সহযোগিতা ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর ঠিক একদিন বপরে অপেক্ষাকৃত অসচ্ছল নারী ক্রিকেটারদের জন্যও আর্থিক সহযোগিতার ঘোষণা এল।

যে সকল নারী ক্রিকেটার ২০১৮-২০১৯ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলেছেন এবং ২০১৯-২০২০ মৌসুমে বিসিবি'র সিলেকশন ক্যাম্পে আছেন তাদের জন্য এককালীন ২০ হাজার টাকা ঘোষণা করেছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসন।

করেনায় সকল ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ থাকায় তাদের কল্যাণের বিষয়টি মাথায় রেখেই সহযোগিতার হাত প্রসারিত করেছে বিসিবি।

সোমবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বিসিবি।

সভাপতি নাজমুল হাসান পাপনের উদ্ধৃতি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছেলেদের মতো অধিকাংশ নারী ক্রিকেটাররাই আয়ের উৎস হিসেবে ঘরোয়া ক্রিকেটের দিকে তাকিয়ে থাকেন। পাশাপাশি তাদের জন্য আমাদের অনুশীলন ক্যাম্প আয়োজনের কথা ছিল যা কি না কোভিড-১৯ রোগের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অনেকটা জোর করেই ক্রিকেটারদের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি মনে করি এমতাবস্থায় তাদের সাহায্য করা প্রয়োজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.