Sylhet Today 24 PRINT

সাড়ে ৫ লাখ টাকায় বিক্রি হলো রেফারির জার্সি

স্পোর্টস ডেস্ক |  ১০ মে, ২০২০

করোনাকালে অসহায়দের জন্য অর্থ সংগ্রহে ২০১৩ সাফের ফাইনাল ম্যাচ পরিচালনার জার্সি নিলামে তুলেছিলেন রেফারি তৈয়ব হাসান। শনিবার রাতে ‘অকশন ফর অ্যাকশন’ পেজের মাধ্যমে নিলামে তোলা হয় জার্সিটি। যেটি কিনে নেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু।

বিজ্ঞাপন

সাবেক এই ফিফা রেফারির জার্সি বিক্রি হয়েছে ৫ লাখ ৫৫ হাজার টাকায়।

একই সময় একই প্ল্যাটফর্মে নিলামে তোলা হয়েছিল কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার দুটি জার্সি। প্রয়াত এই ফুটবলারের দুটি জার্সি বিক্রি হয়েছে মোট ৫ লাখ ১০ হাজার টাকায়।

তৈয়ব হাসান ১৯৯৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাঁশি বাজিয়েছেন। অবসরে যাওয়ার আগ পর্যন্ত ২৫ বছরের রেফারিং ক্যারিয়ারে প্রায় ১০০ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন সাতক্ষীরা এই রেফারি।

বাংলাদেশি রেফারিদের মধ্যে তৈয়ব হাসান সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। এ ছাড়া তিনি দক্ষিণ এশিয়ার একমাত্র রেফারি, যিনি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.