Sylhet Today 24 PRINT

অবশেষে মাঠে গড়িয়েছে বুন্দেস লিগা

স্পোর্টস ডেস্ক |  ১৭ মে, ২০২০

প্রায় ১০ সপ্তাহের করোনা বিরতি শেষে ইউরোপের প্রথম লিগ হিসেবে মাঠে গড়িয়েছে জার্মানির বুন্দেস লিগা। দর্শকশুন্য মাঠে প্রথমদিনই জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী বরুশিয়া ডর্টমুন্ড।

সিগন্যাল ইদুনা পার্কে, ডার্বি ম্যাচে প্রতিদ্বন্দ্বি শ্যালকে জিরো ফোর পাত্তা পায়নি। ৪-০ গোলের জয় পায় বরুশিয়া।

২৯ মিনিটে গোলের শুরু করেন ১৯ বছর বয়সী নরওয়েজিয়ান ফরোয়ার্ড এরলিং হ্যালান্ড। বাকি তিনটি গোলের দু’টি করেন- রাফায়েল গুয়েরেইরো, বাকিটা থোরগান হ্যাজার্ডের। এই ম্যাচে গোল উদযাপনে, শরীরের স্পর্শ এড়িয়ে যান খেলোয়াড়রা। এই জয়ে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট বরুশিয়ার, তারা এক ম্যাচ কম খেলা বায়ার্নের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে।

তবে ফ্রেইবুর্গের সাথে ১-১ গোলে ড্র করে শিরোপা লড়াই থেকে পিছিয়ে পড়েছে তারুণ্য নির্ভর আরবি লাইপজিগ। ম্যাচের ৩৪ মিনিটে ম্যানুয়েল গুলদের গোলে এগিয়ে যায় ফ্রেইবুর্গ। ৭৭ মিনিটে ডেনিশ ফরোয়ার্ড ইউসুফ পৌলসেন সমতায় ফেরান লাইপজিগকে। এই ড্রয়ের ফলে ৫১ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়লো ক্লাবটি। শীর্ষক্লাব বায়ার্ন মিউনিখ থেকে ৪ পয়েন্ট ও বরুশিয়া থেকে ৩ পয়েন্ট পিছিয়ে লাইপজিগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.