Sylhet Today 24 PRINT

আম্পানের প্রভাবে সিলেটেও বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক |  ২১ মে, ২০২০

ঘূর্ণিঝড় আম্পানের কারণে সারাদেশের মতো সিলেটে গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আজ সন্ধ্যা পর্যন্ত এ বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ মে) সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সিলেটে থেমে থেমে বৃষ্টি হবে।

এছাড়া আগামীকাল শুক্রবার থেকে বর্ষাকালীন স্বাভাবিক বৃষ্টিও হতে পারে বলে তিনি জানান।

এদিকে সিলেট দিন দিন বেড়েই চলছে করোনা্ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই শনাক্ত হচ্ছেন অনেক রোগী। করোনা সংক্রমণ ঠেকানোর জন্য সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তবে এমন আহ্বান উপেক্ষা করেই সিলেটে রাস্তাঘাটে যানচলাচল ও জনসমাগম বেড়েই চলছিল। চলতি সপ্তাহের পুরোটা জুড়ে গতকাল পর্যন্ত রাস্তায় ভিড় ও যানজট ছিল।।

এই বৃষ্টির ফলে আজ নগরীতে যানবাহন ও মানুষের চলাচল ও ভিড় অনেকাংশে কম দেখা যায়।

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে প্রাথমিকভাবে গতকাল বুধবার পর্যন্ত ১০ জন মারা যাওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

গতকাল বৃহস্পতিবার সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় আম্পান এখন একেবারেই দুর্বল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে ঘূর্ণিঝড় আম্পান স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর–পূর্ব দিকে সরে গেছে। ইতোমধ্যে নামানো হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.