Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ক্রেতা-বিক্রেতা ও পথচারীকে ৩৫ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি |  ২১ মে, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি না মেনে ঈদের কেনাকাটা করতে আসা বিভিন্ন ক্রেতা, পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ মে) দিনব্যাপী উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সীমিত আকারে দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয়। কিন্তু লোকজন স্বাস্থ্যবিধি অমান্য করে পরিবারের বেশি সংখ্যক সদস্যদের নিয়ে কেনাকাটা করতে আসেন। দোকানগুলোতে ভিড় করেন। এদের অনেকেরই নেই কোন মাস্ক। আইন অমান্য করায় ব্যবসা প্রতিষ্ঠানসহ ১৮ জনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.