Sylhet Today 24 PRINT

করোনা জয় করে কাজে ফিরেছেন মৌলভীবাজারের ৫ পুলিশ সদস্য

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৩ মে, ২০২০

করোনা জয় করে আবারও কাজে ফিরেছেন মৌলভীবাজার পুলিশের ৫ সদস্য। সুস্থ হওয়ার পথে আছেন আরও ২ জন।

মৌলভীবাজার জেলা পুলিশের সুত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল মৌলভীবাজারের কুলাউড়ায় প্রথম পুলিশসদস্যদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এর পর জেলার কুলাউড়া, জুড়ি ও রাজনগরথানায় মোট ৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে ৫ জন চিকিৎসাশেষে সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছেন।

করোনা জয়ী এই ৫ পুলিশ সদস্যের হচ্ছেন- কনস্টেবল মো. শাহজাহান মিয়া, কনস্টেবল মো. ইমাদ হাসান, কনস্টেবল ধ্রুব জ্যোতি, কনস্টেবল মো. আফজাল হুসাইন ও কনস্টেবল মো. নুরুল ইসলাম।

বিজ্ঞাপন



মৌলভীবাজারসদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মৌলভীবাজার জেলায় কর্মরত এ পর্যন্ত মোট ৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে তার মধ্যে ৫ সদস্য সুস্থ হয়ে কাজে ফিরেছেন। বাকী দুজনের একজনের প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে দ্বিতীয় রিপোর্টের অপেক্ষা করছি। অপরজনের চিকিৎসা চলছে তবে তিনিও স্বাভাবিক আছেন। পরিবার থেকে দূরে থাকা এই পুলিশ সদস্যরা যখন অসুস্থ হন তখন তাদের মনোবল ধরে রাখা বড় একটি চ্যলেঞ্জ জছিল জানিয়ে তিনি বলেন, পুলিশ সদস্যরা পরিবার থেকে দূরে ছিল তার উপর আইসোলেশনের এতটা দিন একা থেকেছেন। পুলিশ সুপার স্যারসহ আমরা সবাই মিলে তাদের মানসিক শক্তি স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। করোনার এই দুর্দিনে পুলিশের বিশেষ কোন প্রশিক্ষণ নেই তবুও প্রতিটি পুলিশ সদস্য দৃঢ় মনোবল নিয়ে দেশপ্রেমের সাথে কাজ করেছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, করোনার যুদ্ধে জয়ী হতে প্রথমে দরকার মনোবল এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার। আমি ব্যক্তিগত ভাবে দুইটি জিনিষ নিশ্চিত করেছি। প্রতিদিন সময়ে সময়ে তাদের সাথে ফোনে কথা বলেছি কোন কারণ ছাড়াই। যেনো তারা বুঝতে পারে সবাই তাদের পাশে আছে। মানসিক শক্তি দিয়েছি সেই সাথে তাদের খাবার এবং চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যতই ঝুঁকি থাকুক দেশপ্রেম বুকে রেখে বাংলাদেশ পুলিশ কাজ করে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.