Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে এতিমদের সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২৩ মে, ২০২০

মুজিববর্ষ উপলক্ষে শায়েস্তাগঞ্জের বিভিন্ন মাদ্রাসার এতিমদের মাঝে নগদ টাকা ও ঈদ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

শনিবার (২৩ মে) দুপুরে সেনাবাহিনীর সদস্যরা শায়েস্তাগঞ্জ উপজেলার মিরানশাহ (র.) হিফজুল কুরআন মাদ্রাসা ও খাদিজাতুল কুবরা (র.) হিফজুল কুরআন মহিলা মাদ্রাসায়, জগতপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসাসহ ৫টি প্রতিষ্ঠানের ৮০ জন এতিমদের মাঝে ঈদ উপহার হিসেবে চিনিগুড়া চাল, সেমাই, চিনি, দুধ, তেল আর ডাল তুলে দেন।

বিজ্ঞাপন

এছাড়াও প্রতিটি মাদ্রাসায় নগদ ১৫০০ টাকা করে দেয়া হয়।

সেনাবাহিনীর সিলেট ক্যান্টনমেন্ট ১৭ পদাতিক ডিভিশনের ১৩ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন নুর ফয়সাল মেহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্মশতবার্ষিকী উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলায় ৫টি মাদ্রাসা ছাড়াও চুনারুঘাট ও মাধবপুরের আরও ৪টি মাদ্রাসার এতিম ও দুঃস্থ প্রায় ১২০ জন শিশুদের মাঝে সেনাপ্রধানের নির্দেশে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে, যাতে করে অন্য শিশুদের মতো করে এতিম শিশুরাও ঈদ উদযাপন করতে পারে।

এমনিতেই করোনার কারণে মানুষ চরম বিপদে আছেন। আমাদের সামান্য ঈদ উপহার অনেক এতিম শিশুর মুখে হাসি ফাটাবে। এতেই আমাদের স্বার্থকতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.