Sylhet Today 24 PRINT

তাহিরপুরে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম শুরু

তাহিরপুর প্রতিনিধি  |  ২৩ মে, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরাঞ্চলে বিশেষ ওএমএস খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় উপজেলা সদরের দুই ডিলারের মাধ্যমে তাহিরপুর সদর ইউনিয়নের ১২শ পরিবারের মধ্যে প্রতি মাসে ২’শ টাকায় ২০ কেজি চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম।
উপজেলার নিয়োগকৃত দুইজন ডিলার হলেন, সেলিম আখঞ্জি ও মইনূল হক।

ডিলার সেলিম আখঞ্জি বলেন, শনিবার সকাল ১১টা থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে।

তাহিরপুর উপজেলা খাদ্য কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ ওএমএস হাওরাঞ্চলের মানুষের জন্য চালু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.