Sylhet Today 24 PRINT

এবার সিলেট সিটি করপোরেশনে করোনার হানা, মেয়রের সহকারী আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মে, ২০২০

সিলেটে দ্রুত গতিতে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষত সিলেট জেলায় রোগী বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শনিবার সিলেট সিটি করপোরেশনেও হানা দিয়েছে করোনা ভাইরাস। সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর এক ব্যক্তিগত সহকারির করোনা শনাক্ত হয়েছে।

জানা যায়, শনিবার সিলেট মেয়রসহ নগরভবনের একাধিক কর্মকর্তার করোনা নমুনা পরীক্ষা করা হয়। মেয়রসহ অন্য কর্মকর্তাদের রিপোর্ট নেগেটিভ এলেও মেয়রের ব্যক্তিগত সহকারির রিপোর্ট পজেটিভ আসে।
সিলেটে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যা ৬২০ ছাড়ালো।

সিটি করেপারেশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন



শনিবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮০ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদিকে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ৬টি পজেটিভ আসে।

ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া ১৮ জনের সকলেই সিলেট জেলার। তাদের মধ্যে গোলাপগঞ্জের ৫ জন, জকিগঞ্জের ৩ জন, বিশ্বনাথের ২ জন, দক্ষিণ সুরমার ১ জন, জৈন্তাপুরের ১জন এবং সিলেট নগরীর ৬ জন রয়েছেন।

আর শাবির ল্যাবে শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জের বাসিন্দা। এদিকে একইদিনে পরীক্ষায় ঢাকার ল্যাবে হবিগঞ্জের আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগে করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হলেন ৬২৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৯২ জন। সুনামগঞ্জ ৯৫ জন, হবিগঞ্জে ১৫৯ জন, মৌলভীবাজারে ৮৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.