Sylhet Today 24 PRINT

করোনায় হাওর পাড়ে ভিন্ন রকম ঈদ

তাহিরপুর প্রতিনিধি |  ২৫ মে, ২০২০

এবার ঈদ এসেছে এক ভিন্ন পরিস্থিতিতে। যেখানে নেই আনন্দ আছে উৎবেগ আর উৎকণ্ঠা। সবার মাঝেই বিরাজ করছে করোনা ভাইরাসের আতংক। সাথে যুক্ত আছে বৈরী আবহাওয়াও। ফলে হাওরাঞ্চলে এবার নেই ঈদের আনন্দ।

এবার ঈদের জামায়াত পড়তে হয়েছে বৃষ্টিতে ভিজে। তবে ছিলো না খোলা স্থানে উৎসব মুখর পরিবেশে জমায়েত হয়ে নামাজ আদায় করার দৃশ্য। ছিল না কুলাকুলি করার চিত্রও। নামাজ শেষে যার যার মতই নিজ নিজ বাড়িতে চলে গেছেন।
 
এমনি চিত্র দেখা গেছে সুনামগঞ্জের হাওরাঞ্চলের গ্রামগুলোতে। হাওরপাড়ের গ্রামগুলোতে উৎসবের আয়োজন না থাকলেও সাভাবিক ভাবে চলাফেরা করছে সবাই।   

টাংগুয়ার হাওর পাড়ের বাসিন্দা হাদিউজ্জামান জানান, এবার ঈদ এলেও ঈদে কোন আনন্দ নেই। সবখানে সবার মাঝেই নিরাবতা। করোনায় যেন সবকিছু শেষ করে দিয়েছে। সাথে আবার বৈরী আবহাওয়া ফলে ঘর বন্ধ অবস্থায় আছে সবাই। নামাজও পড়তে হয়েছে বৃষ্টি ভিজে। অথচ প্রতি ঈদেই কতই না আনন্দ হত। সবাই সবাই আত্নীয় স্বজন নিয়ে বেড়াতে যাওয়া হতো। টাংগুয়ার হাওরে প্রতি ঈদেই প্রচুর পর্যটক নৌকা নিয়ে মাইক বাজিঁয়ে আসত এবার তো কোন কিছুই নাই।
 
সীমান্ত এলাকার বাসিন্দা সাংবাদিক সাবজল আহমেদ জানান, প্রতি বছরেই ঈদ করি অনেক আনন্দ সাথে এবার একবারেই ভিন্ন রখম কোন আয়োজন নেই। করোনায় সব আনন্দই মাটি করে দিয়েছে। এখন নিজেদের নিরাপত্তা নিয়েই সবাই ব্যস্থ।

উত্তর বড়দল ইউনিয়নের বাসিন্দা ও সমাজ সেবক মাসুক মিয়া বলেন, ঈদ মানেই আনন্দ। কিন্তু এবার ঈদের আনন্দ করোনায় শেষ করে দিয়েছে। তারপরও সবাই সবার নিজ নিজ অবস্থা থেকে নিজেদের পরিবারের সদস্যদের নিয়েই ঈদের আনন্দ উদযাপন করছে।        
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.