Sylhet Today 24 PRINT

শামসুদ্দিন হাসপাতালে জুড়ীর প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু

জুড়ী প্রতিনিধি |  ২৬ মে, ২০২০

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথম করোনাভাইরাস  আক্রান্ত হওয়া আব্দুল হান্নান (৩৬) মারা গেছেন। তার বাড়ি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামে। মঙ্গলবার সন্ধা ৭ টায় সিলেট শহীদ সামছুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্নান মারা যান বলে জানিয়েছেন তার ভাতিজা আব্দুর রাজ্জাক। রোগীর সাথে থাকার কারণে তিনিও করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

গত ১১ মে করোনা কিডনিজনিত সমস্যা নিয়ে আব্দুল হান্নান সিলেট নগরীর রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি হন। এরপর ১৬ মে তাকে শহীদ সামসুদ্দিন হাসপাতালে করা হয়। সেখানে ১০দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.