Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে তলিয়ে যুবক নিখোঁজ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৬ মে, ২০২০

সিলেটের গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নে মাটি কাপা রাস্তার ভাঙ্গা সাতরাইয়া পাড়ি দিতে গিয়েপানির স্রোতের তোড়ে তলিয়ে যান ওসমান আলী (৩৭) নামের ওই যুবক।

এরপর স্থানীয়রা ৬টি নৌকা দিয়ে ঘটনাস্থলের আশপাশে বহু খোঁজাখুঁজি করেও নিখোঁজ যুবকের সন্ধান পাননি। ওসমান আলী রুস্তমপুর ইউনিয়নের ভেড়িবিল গ্রামের আহমদ আলীর ছেলে।

ঘটনাস্থল থেকে গোয়াইনঘাটের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন মাষ্টার জানান, গোরাগ্রাম মাটিকাটা রাস্তার ভাঙ্গনস্থলে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি সাঁতরে বাড়িতে যাওয়ার চেষ্টাকালে স্রোতের তোড়ে ওসমান আলী হারিয়ে যান। বহু খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন



১ নং রুস্তমপুর ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব বলেন, আমরা স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করছি। কিন্তু এখনো তার কোন সন্ধান পাইনি।

এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাটে উপজেলা নির্বাহি অফিসার মো. নাজমুস সাকিব বলেন, বিষয়টি অবহিত হয়েছি। নিঁখোজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনে ফায়ার সার্ভিসের সহযোগিতা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.