Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ আরও ৩ জন করোনা আক্রান্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৮ মে, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে স্বাস্থ্যকর্মী (হেলথ এসিস্ট্যান্ট) সহ আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৭ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।

তিনি বলেন, বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিএর ল্যাবে নমুনা পরীক্ষায় গোলাপগঞ্জের ৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রামের ৩০ বছর বয়সী একজন নারী ও ৫০ বছর বয়সী তার মা এবং বুধবারীবাজার ইউনিয়নের লামা চন্দরপুর গ্রামের ৬৮ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন। এই তিনজন রোগী কিভাবে আক্রান্ত হয়েছেন তা এখনো জানা যায়নি বলেও জানান তিনি।

এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার আক্রান্তদের বাড়ি লকডাউনসহ তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করা হবে।

এনিয়ে গোলাপগঞ্জে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। এরমধ্যে ৩ জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ১ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.