Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর উপহারের টাকা থেকে অতিরিক্ত চার্জ কর্তন, জুড়ীতে জরিমানা

জুড়ী প্রতিনিধি |  ২৮ মে, ২০২০

করোনার কারণে অসহায় মানুষদের নগদ প্রণোদনা সহায়তা প্রদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রনোদনার ২৫০০ টাকা উত্তোলনকালে অতিরিক্ত চার্জ কাটার দায়ে  মৌলভীবাজারের জুড়ী উপজেলার এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, প্রধানমন্ত্রী প্রদত্ত নগদ একাউন্টে ২৫০০ টাকার সাথে উত্তোলনের জন্য মোবাইল ব্যাংকিং চার্জ বাবদ ৩৬ টাকা করে দেওয়া হয়। অথচ কিছু অসাধু ব্যক্তি এই টাকা উত্তোলনের সময় সেই ৩৬ টাকার সাথে আরও ৫০/১০০ টাকা করে অতিরিক্ত নিয়ে নেয়। এরকম দুই জন ভুক্তভোগী বৃহস্পতিবার  জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করলে সাথে সাথেই নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ফজলু মিয়া মার্কেটের বাশার টেলিকমের মালিক আবুল বাশারকে ২হাজার টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি ভুক্তভোগীদের অতিরিক্ত টাকাও ফেরত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক বলেন, গরীব,অসহায় মানুষকে প্রধানমন্ত্রী সাহায্য করেছেন। এই গরিবদের কাছ থেকেও কিছু দোকানদার অতিরিক্ত টাকা রাখে। এ রকম কাজ যে কেউ করলে তাকে আইনের আওতায় আনা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.