Sylhet Today 24 PRINT

হাসপাতালে কেমন আছেন কাউন্সিলর আজাদ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মে, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করেপারেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বৃহস্পতিবার শ্বাসকষ্ট নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তার শারিরীক অবস্থার আরও খানিকটা অবনতি হয়েছে। তবে এখনও তা শঙ্কাজনক নয় বলে হাসপাতালের সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত মহাপত্র বলেন, আজাদের অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তার শ্বাসকষ্ট একটু বেড়েছে। এজন্য তার অক্সিজেনের পরিমান আরেকটু বাড়ানো হয়েছে। এছাড়া শারিরীকভাবে তিনি কিছুৃটা দুর্বল হয়ে পড়েছেন। তবে এটা মারাত্মক কিছু নয়।

প্রসঙ্গত, গত ২৪ মে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই আওয়ামী লীগ নেতার করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথমদিকে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন আজাদ। পরে শারিরীক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.