Sylhet Today 24 PRINT

সিলেটে র‍্যাবের ১৩ সদস্যের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মে, ২০২০

এলিট ফোর্স র‍্যাপিড একশন ব্যাটিলিয়ান (র‍্যাব)-৯ এর ১৩ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় র‍্যাবের সিলেট ইউনিটের ১৩ সদস্যের করোনা শনাক্ত হয়।

এরআগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ অনেকের করোনা শনাক্ত হলেও সিলেটে এই প্রথম র‍্যাব সদস্যদের করোনা শনাক্ত হলো।

বিজ্ঞাপন



র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার আমাদের ১৬ জন সদস্যের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। শনাক্ত হওয়াদের মধ্যে বিভিন্ন পদমর্যাদার সদস্য রয়েছেন।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া বেশিরভাগেরই কোনো উপসর্গ নেই। বাকীদের হালকা জ্বর-সর্দি রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ওসমানীর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়। একইদিনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সমানসংখ্যক নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.