Sylhet Today 24 PRINT

প্রথম চিকিৎসকের পর করোনায় মারা যাওয়া প্রথম নার্সও সিলেটের

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মে, ২০২০

দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ৮ মার্চ। সিলেটে এর অনেকটা পরে ৫ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তবে দেরীতে শনাক্ত হলেও সিলেটের স্বাস্থ্যখাতে বড়সড় ধাক্কাই দিয়েছে এই ভাইরাস।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের প্রথম মারা যাওয়া চিকিৎসক সিলেটের। গত ১৫ এপ্রিল মারা যান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. মঈন উদ্দিন। এবার করোনায় মারা গেলেন সিলেটের এক নার্স। শুক্রবার (২৯ মে) রাতে মারা যান সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন। করোনায় মারা যাওয়া দেশের প্রথম নার্স তিনি।

বিজ্ঞাপন



জানা যায়, গত ৫ এপ্রিল ডা. মঈনের শরীরের করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। তিনি সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী। এরপর ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আর শহীদ শামসুদ্দিন হাসপাতালে দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত হন নার্স রুহুল আমিন। সিলেটের এই হাসপাতালকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হয়ে পড়েন রুহুল। এরপর অবস্থায় অবনতি হলে ২২ মে নিজের কর্মস্থল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান রুহুল আমিন। শনিবার তাকে নগরীর মানিকপীর কবরস্থানে দাফন করা হয়।

কেবল এই দুজনই নন, সিলেটের আরও কয়েকজন চিকিৎসকসহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ৪ মে একদিনেই ওসমানী মেডিকেল কলেজের ১৩ ইন্টার্ন চিকিৎসকের করোনা শনাক্ত হয়। অবশ্য আক্রান্ত হওয়াদের বেশিরভাগই এখন সুস্থ হয়ে ওঠেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.