Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পিটিয়ে ৯টি প্রাণী হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মে, ২০২০

সিলেটের জৈন্তাপুরে পিটিয়ে ৯টি প্রাণী হত্যার ঘটনায় মামলা করেছে বনবিভাগ। শনিবার বিকেলে জৈন্তাপুর থানায় মামলাটি করেন বনবিভাগের সারি রেঞ্জের বিট কর্মকর্তা সাদ উদ্দিন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামী করা হয়েছে।

মামলার বাদী বন কর্মকর্তা সাদ উদ্দিন বলেন, পিটিয়ে প্রাণী হত্যার খবর পেয়ে শনিবার সকালে জৈন্তাপুরের ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে তদন্তে যাই। বনবিভাগ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজার এর কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। সরাসরি তদন্তে গিয়ে ৯টি প্রা্ণী হত্যার প্রমাণ মিলে। এবং এর সাথে সম্পৃক্ত দুইজনকে শনাক্ত করা হয়েছে। ওই গ্রামেরই যুবক আব্দুল হালিম (২৫) ও শাহারিয়ার আহমদ (২২) সহ ১০/১১ জন যুবক মিলে শুক্রবার সকাল ১০টায় ৬টি শেয়াল ২টি বাগডাশা ও ১টি বেজি লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। এরপর প্রাণীগুলোর মৃতদেহ নদীতে ভাসিয়ে দেয়।

বিজ্ঞাপন



তদন্তে শেষে শনাক্ত হওয়া দুজনসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে  বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেছি।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক।

প্রসঙ্গত, সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুরে শুক্রবার সকালে পিটিয়ে ৯টি প্রাণী হত্যা করেছে স্থানীয় এলাবাকাসী। এদের মধ্যে ৬টি শেয়াল, ১টি বেজি, ২টি বড় বাঘডাশা রয়েছে। শুক্রবার সকালে ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

একসাথে ৯ টি প্রাণী পিটিয়ে হত্যার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচনা নজরে এসেছে বনবিভাগেরও।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়া গ্রামের পাশে ঘন জঙ্গল রয়েছে। কয়েকদিনের ঢলে এই এলাকায় পানিবৃদ্ধি পাওয়ায় ধরে জঙ্গলের শেয়াল লোকালয়ে এসে হাঁস-মোরগ কেড়ে নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার স্থানীয় যুবক ও তরুণা সমবেত হয়ে গ্রামের পাশের জঙ্গলে হানা দেয়। তারা লাঠিসোটা দিয়ে পিটিয়ে শেয়াল, বেজি, বাগডাশাসহ ৯টি প্রাণী হত্যা করে।

ওই গ্রামের যুবক ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার জৈন্তাপুর উপজেলার সাধারণ সম্পাদক কে এইচ জাকির শুক্রবার দুপুরে হত্যাকরা প্রাণীর কিছু ছবি ফেসবুকে আপলোড করেন। এরপর এনিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.