Sylhet Today 24 PRINT

৬৮ দিন পর শায়েস্তাগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে কালনী এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ৩১ মে, ২০২০

দুই মাস আট দিন পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে কালনী এক্সপ্রেস ট্রেন।

৩০ জন যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ থেকে আজ রবিবার সকাল পৌনে ১০ টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে আন্ত নগর কালনী এক্সপ্রেস।

এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে যাত্রীদেরকে উঠানামা করতে তৎপর ছিল রেলওয়ে নিরাপত্তা বাহীনীসহ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

রেলওয়ের কর্মকর্তারা জানান, টিকিট ছাড়া কোন যাত্রী উঠানামা করতে দেয়া হয়নি এবং সবগুলো টিকিট ই অনলাইনে কাটা হয়েছিল।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে সুত্রে জানা যায়, আজ আর কোন ট্রেন ট্রেন শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে যাবেনা, তবে সন্ধ্যা ৬ টায় ঢাকা থেকে ৬.১৫ মিনিটে কালনী এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ আসবে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন ৬৮ দিন পর আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলো। সরকারি নিয়ম মেনে যাত্রীদের অনলাইন টিকেট যাচাই করে সামাজিক দুরত্ব বজায় রেখে বসতে দেয়া হয়েছে। প্রতি বগিতে ৬০টি সিটের বিপরীতে ৩০টি সিটে যাত্রী বসানো হয়েছে। এর আগে শুধু মালবাহী ট্রেন চলাচল করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.