Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৮.৭৯ ভাগ

শতভাগ পাশ করেছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান

কমলগঞ্জ প্রতিনিধি |  ৩১ মে, ২০২০

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৩৫২২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯১৬ জন পরীক্ষার্থী পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৮২.৭৯ ভাগ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১৯০ জন।

এর মধ্যে সাফল্যের ধারাবাহিকতায় ৮২ জন জিপিএ-৫ সহ শমশেরনগর বিএএফ শাহীন কলেজ ও বিচারপতি এস কে সিনহা উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ করেছে।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস স‚ত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ৮২টি, কমলগঞ্জ মডেল বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ৭ টি, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ১৯ টি, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৩১ টি, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ টি, পতনঊষার উচ্চ বিদ্যালয়ে ৬ টি, ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১১ টি, এ এ টি এম উচ্চ বিদ্যালয়ে ২ টি, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ে ৫টি, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২ টি, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে ৩টি ও এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ে ২টি জিপিএ-৫ পেয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.