Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ০১ জুন, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সুমন মোহন্ত (২৯) নামে একটি প্রাইভেট কোম্পানির সেলস অফিসারের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন নিহত সুমনের স্ত্রী।

বিজ্ঞাপন

সুমন মোহন্ত আরএফএল কোম্পানির ইটালিয়ানো গ্রুপে সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার কর্মস্থল ছিল শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বাহুবল। তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মোহন্তের শরীরে গত কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা যাচ্ছিল। বিষয়টি গোপন রেখে বাসায় ছিলেন তিনি। তার অবস্থার অবনতি হলে খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে আসা স্ত্রী ও স্বজনরা রোববার দিবাগত রাত ৩টার দিকে প্রাইভেট গাড়িতে করে তাকে ঢাকায় নিয়ে যান।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার বলেন, পৌরসভার মেয়রের কাছ থেকে শুনেছি এবং নিহত ব্যক্তি যে বাসায় থাকতেন সেই বাসার অন্যান্যদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য থানা পুলিশকে অবগত করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.