Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট থানায় জীবাণুনাশক টানেল স্থাপন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০২ জুন, ২০২০

করোনাভাইরাস থেকে গোয়াইনঘাট থানায় আগত সেবা গ্রহীতা এবং সেবা দাতা পুলিশ সদস্যদের সুরক্ষার জন্য, সিলেটের গোয়াইনঘাট থানায় টানেলটি স্থাপন করা হয়।

মঙ্গলবার (২ জুন) বিকাল ৪টায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, গোয়াইনঘাটে কর্মরত গণমাধ্যম কর্মীদের এই টানেলের কার্যক্রম প্রদর্শনসহ এর সেবার আওতা সম্বন্ধে অবহিত করেন।

সিলেটের পুলিশ সুপার কার্যালয়সহ ১১টি থানায় জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণরোধে এরই আওতায় সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএমের নির্দেশনায় ও উদ্যোগে এই জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়।

গোয়াইনঘাট থানার একাধিক পুলিশ অফিসারসহ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদ পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি মো. আব্দুল মালিক, দৈনিক মানব জমিনের গোয়াইনঘাট প্রতিনিধি মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও এশিয়ান টিভির গোয়াইনঘাট প্রতিনিধি সুভাস দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.