Sylhet Today 24 PRINT

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি |  ০২ জুন, ২০২০

ছাতকে বাইরং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার ( ১জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় মনসুর আহমদ, আব্দুল করিম ও আবুল জহরকে এসব অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় সহযোগিতা করেন ছাতক থানা পুলিশের সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল সবাইকে আইন মেনে চলতে ও অবৈধকাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.