Sylhet Today 24 PRINT

বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী: বাম গণতান্ত্রিক জোট

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০২০

বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখা প্রতীকী মানববন্ধন করেছে।

মঙ্গলবার (২ জুন) বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতীকী মানববন্ধনে বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, নিরঞ্জন দাশ খোকন, প্রণব জ্যোতি পাল, রেজাউর রহমান রানা, সন্দিপ দেব, সঞ্জয় দাশ, সনজয় শর্মা প্রমুখ।

বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য মুখলেছুর রহমানের পরিচালনায় মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীতে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে। এইরকম সময়ে স্বাস্থ্যবিধির নামে বর্ধিত বাসভাড়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী। সরকারের যথাযথ পদক্ষেপ না নেয়ার কারণে করোনা মহামারী ব্যাপক বিস্তৃত হয়েছে। লকডাউনের দায় আজ জনগণের উপর চাপানো হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.