Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে করোনার উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৩ জুন, ২০২০

সিলেটের বিয়ানীবাজার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল করিমের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে তিনি সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এদিকে, মুক্তিযোদ্ধা আব্দুল করিমের মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে জটিলতা। মারা যাওয়া ওই মুক্তিযোদ্ধার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ ছিল বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ।

বিজ্ঞাপন

অপরদিকে, স্বজনদের দাবি, ওই মুক্তিযোদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট উইমেনস মেডিকেল কলেজ ও হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, এ মুক্তিযোদ্ধার জানাজার নামাজ আজ বুধবার রাতেই বাঙ্গালহুদা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.