Sylhet Today 24 PRINT

মাছের পোনা অবমুক্ত করে ভূমিসন্তান’র পরিবেশ দিবস উদযাপন শুরু

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জুন, ২০২০

বিশ্ব পরিবেশ দিবস ২০২০ ও পরিবেশ বিষয়ক সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ এর প্রতিষ্ঠার অর্ধযুগ পূর্তি উপলক্ষে ৭দিনব্যাপী কর্মসূচির প্রথমদিনে সুরমা নদীতে মাছ অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (৫জুন) বিকেলে সিলেট নগরীর মধ্য দিয়ে বয়ে চলা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন সংগঠনের সদস্যরা।

কর্মসূচির বিষয়ে ভূমিসন্তান বাংলাদেশ’র সমন্বয়ক আশরাফুল কবীর বলেন, নদীমাতৃক বাংলাদেশ নদীদূষণ, নির্বিচারে মাছ শিকার, নদীর নাব্যতা কমে যাওয়াসহ নানা পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের কারণে নদী হারাচ্ছে তার প্রাণ-প্রকৃতির ভারসাম্য।

তাই নদীর প্রতি মানুষের দায়বদ্ধতা ও প্রকৃতিতে নদীর প্রয়োজনীয়তা অনুধাবন করাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রাণ-প্রকৃতি-পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় ২০১৪ সালের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে যাত্রা শুরু করে ভূমিসন্তান বাংলাদেশ।

প্রতিষ্ঠার অর্ধযুগ সমাপ্ত করে সপ্তম বছরে পদার্পণ ও বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ৭দিন ব্যাপী কার্যক্রম আয়োজন করেছে সংগঠনটি।

এর মধ্যে রয়েছে মৎস অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, শাক-সবজি চাষ উদ্বুদ্ধকরণে বীজ বিতরণ, সচেতনতামূলক বার্তা প্রচার, পরিচ্ছন্নতা অভিযান, প্রাণিসেবা এবং অনলাইন আলোচনা।
৫ জুন থেকে প্রতিদিন বিকাল ৩টায় এসকল কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন ভূমিসন্তান বাংলাদেশ’র সমন্বয়ক আশরাফুল কবীর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.