Sylhet Today 24 PRINT

করোনা আক্রান্ত কামরানের শ্বাসকষ্ট, অক্সিজেন দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুন, ২০২০

করোনাভাইরাস আক্রান্ত হয়ে সিলেটের শহীদ ডা. শামসুদদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সিটি করেপারেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এজন্য তাকে হাসপাতাল অক্সিকেজ সাপোর্ট দেওয়া হয়েছে।

এমনটি জানিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা সুশান্ত মহাপাত্র বলেন, তার কিছৃুটা শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তবে সেটা মারাত্মক কিছু নয়।

তিনি বলেন, সাবেক মেয়র কাল (শুক্রবার) থেকে বমি করছেন। শরীরও অনেক দুর্বল। তবে এখনই তার শারিরীক অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না। শঙ্কামুক্ত বা আশঙ্কাজনক- কিছুই এখন বলছি না আমরা। দুয়েকদিন হাসপাতালে থাকার পর তার শারিরীক অবস্থার উন্নতি বা অবনতি বোঝা যাবে।

বিজ্ঞাপন



শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। শনিবার সকালে তার শারিরীক অবস্থার অবনতি হলে  শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

তাকে এখন পর্যন্ত হাসপাতালের কেবিনেই রাখা হয়েছে।

এরআগে গত এরআগে গত ২৭ মে বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান করোনাভাইরাসে আক্রান্ত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.