Sylhet Today 24 PRINT

করোনা সংক্রমণের ঝুঁকিরোধে সিলেটের সব উপজেলায় বিলবোর্ড

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুন, ২০২০

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে সিলেট জেলার সকল উপজেলায় জনবহুল স্থানে দুটি করে বিলবোর্ড স্থাপন করছে সিলেট জেলা তথ্য অফিস।

৪ জুন থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। ৯ জুনের মধ্যে সব উপজেলায় তথ্য সম্বলিত বিলবোর্ড স্থাপনের কাজ শেষ হবে।

বিজ্ঞাপন

সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি জানান, সিলেট জেলার প্রতিটি উপজেলার জনবহুল স্থানে ২টি করে বিলবোর্ড স্থাপন কার্যক্রম আগামী ৯ জুনের মধ্যে সম্পন্ন করা হবে।

বিলবোর্ডে সন্নিবেশিত তথ্যসমূহ করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে জনসাধারণকে সচেতন করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.