Sylhet Today 24 PRINT

ছাতকে স্বাস্থ্যবিধি লঙ্ঘন : ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রদান

ছাতক প্রতিনিধি |  ০৮ জুন, ২০২০

সুনামগঞ্জের ছাতকের বিভিন্ন বাজার ও পয়েন্টে করোনা সংক্রমন রোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার বড়কাপন বাজার, কপলা বাজার, কৈতক পয়েন্ট ও খাসগাও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৪টি মামলা ও ৩০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাজার ও পয়েন্টে লোকজন মাস্ক ব্যবহার না করে ও স্বাস্থ্যবিধি না মেনে যত্রতর্ত্র ঘোরাঘুরি করায় ১৮ জন ব্যক্তিকে ৮ হাজার ৫শ’ টাকা, সরকারের দেয়া নির্ধারিত সময়ের বেশি সময় দোকান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি না মানায় ৭টি মুদি দোকানকে ১৭ হাজার টাকা এবং একটি যানবাহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.