Sylhet Today 24 PRINT

সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় দুই জনের সাক্ষ্য গ্রহণ

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ অক্টোবর, ২০১৫

হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলার ২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ রোববার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে কড়া নিরাপত্তায় মামলার আসামী জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান, তার ছেলে জেএমবি’র আইটি বিশেষজ্ঞ এএইচএম শামীম, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ, বেলাল হোসেন ওরফে তামীম ও সালাউদ্দিন ওরফে সালেহীনকে আদালতে হাজির করা হয়।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাফরোজা পারভীনের আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ সাক্ষী হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের ইউসুফ মিয়া ও ঢাকার পূর্ব বাসাবো এলাকার আনোয়ারুল করিম এর সাক্ষ্যগ্রহণ করে।

আদালতে তারা জানান, ঘটনার সময় তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। কিন্তু কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা তারা দেখেননি। আদালত আগামী ২৪ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ন্যায় হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ৫টি স্থানে একযোগে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে পৃথক ৫টি মামলা দায়ের করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.