Sylhet Today 24 PRINT

শেষ হলো হবিগঞ্জ খোয়াই রোটারী ক্লাবের আলোকচিত্র উৎসব

হবিগঞ্জ প্রতিনিধি  |  ১১ অক্টোবর, ২০১৫

হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রজাপতির চঞ্চলতায় দেয়ালে টানানো ছবিগুলো ঘুরে ঘুরে দেখছিল ফাতেহা ও মৌমী। দু’জনেই স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির ছাত্রী। চোখে তাদের অপার বিষ্ময়। ফ্রেমে বাধা বর্ণিল প্রজাপতির মতোই মনে হচ্ছিল তাদের।

গত ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর রাত পর্যন্ত প্রায় সারাদিনই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের কল-কাকলিতে মুখরিত ছিল রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই আয়োজিত ‘লাইফ এন্ড নেচার’ শিরোনামের আলোকচিত্র উৎসব।

বৃহস্পতিবার দুপুরে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির। প্রদর্শনীর ২য় দিন শুক্রবার বিকেল ৩টায় সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘আলোকচিত্র শুধু শিল্পচর্চা নয়, সমাজ পরিবর্তনেরও মাধ্যম’ শীর্ষক গোলটেবিল বৈঠক।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক রোটারিয়ান ম. হামিদ। উপস্থিত ছিলেন নাট্যজন ফাল্গুনী হামিদ, হাসান মাসুদ প্রমূখ। সভাটি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

আলোকচিত্র উৎসবে ৩০ জন আলোকচিত্রীর ৭০টি ছবি স্থান পায়। দেশের প্রতিথযশা আলোকচিত্রীদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, শফিউল আলম কিরণ, আবীর আব্দুল্লাহ্, কুদরত-ই-খোদা, হাসান মাসুদ, জাহিদ সাগর, অরুণাভ রহমান অঞ্জনের ছবি এ উৎসবটিকে নিয়ে গেছে ভিন্ন উচ্চতায়। পাশাপাশি প্রদর্শিত হয় নবনীতা দাস, তানবিরুল ইসলামের মতো আনকোরা শিল্পীদের ছবি।

শনিবার রাত ৮টায় এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রদর্শনীর সমাপনী ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেয়া হয়। সনদপত্র তুলে দেন সাবেক পৌর চেয়ারম্যান রোটারিয়ান শহীদ উদ্দিন চৌধুরী। উৎসবের সবগুলো আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র প্রেসিডেন্ট ডাঃ এসএস আল আমীন সুমন। সঞ্চালনায় ছিলেন ক্লাব সেক্রেটারী তোফাজ্জল সোহেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.