Sylhet Today 24 PRINT

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন

চুনারুঘাট প্রতিনিধি |  ১৩ জুন, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশের মোবাইল নাম্বার ক্লোন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সত্যজিত রায় দাশ নিজেই সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, শনিবার (১৩ জুন) সকাল ৯টায় উপজেলার চন্দ্র মল্লিকা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাতেনকে ইউএনও'র ০১৭১২-১৪৯৩০২ এই নাম্বারটি ক্লোন করে ১টি ল্যাপটপ, ১টি কম্পিউটার দিবে বলে ৯ হাজার ১০০ টাকা দাবি করে প্রতারকরা। আব্দুল বাতেন তৎক্ষনাৎ ইউএনও অফিসে যোগাযোগ করলে ইউএনও জানতে পারেন তার নাম্বার ক্লোন করা হয়েছে।

জানা যায়, ইদানিং জেলাসহ উপজেলার সরকারি কর্মকর্তা ও অফিসিয়াল নম্বরসহ জনপ্রতিনিধিদের নাম্বার ক্লোন করে প্রতারণার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। প্রতারক চক্রটি সক্রিয় হয়ে সরকারি কর্মকর্তা ও অফিসিয়াল নাম্বারসহ জনপ্রতিনিধিদের নাম্বার ক্লোন করে সাধারণ মানুষদের নানান বিভ্রান্তির চেষ্টা করছে এবং নাম্বার ক্লোন করে অর্থ দাবি করছেন এসব প্রতারক চক্র।

শনিবার সকাল ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম 'উপজেলা প্রশাসন চুনারুঘাট' এই ফেসবুক আইডিতে স্ট্যাটাসের মাধ্যমে চুনারুঘাট উপজেলাবাসীকে সতর্ক থাকা এবং কোনরূপ আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.