Sylhet Today 24 PRINT

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৬ হাজার ৮শ’ টাকার জরিমানা

ছাতক প্রতিনিধি |  ১৩ জুন, ২০২০

সুনামগঞ্জের ছাতকে সংক্রামক ব্যাধি করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি পালন, নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে

শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার পেপারমিল বাজার, আন্ধারিগাঁও পয়েন্ট, টেটিয়ারচর বাজার, খরিদিচর পয়েন্ট, আশাকাচর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল।

বিজ্ঞাপন

এ সময় মাস্ক ব্যবহার না করায় ও স্বাস্থ্য বিধি না মেনে যত্রতত্র ঘুরাঘুরি করায় ৪৪ জন ব্যক্তিকে ৩০ টি মামলার মাধ্যমে ১০ হাজার ৮শ’ টাকা ও নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ না করায় এবং স্বাস্থ্য বিধি না মানায় ১১ দোকানিকে ১১ টি মামলার মাধ্যমে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ৪১টি মামলায় মোট ৪৬ হাজার আটশত টাকা জরিমানা আদায় করা হয়।

এ ব্যাপারে তাপস শীল জানান, ছাতকে উদ্বেগজনক হারে প্রাণঘাতী সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে স্বাস্থ্য বিধি মানা ও সচেতন থাকা ছাড়া কোনো উপায় নেই। এজন্য এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.