Sylhet Today 24 PRINT

করোনা উপসর্গ নিয়ে জুড়ীতে একজনের মৃত্যু

জুড়ী প্রতিনিধি |  ১৪ জুন, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে করোনা উপসর্গে এক জন মারা গেছেন।

জুড়ী  উপজেলার ফুলতলা  ইউনিয়নের কোনাগাও গ্রামের বাসিন্দা (৪৩) ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে গত ১০জুন জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এরপর সেখানের চিকিৎসকরা তাকে সিলেট এমএ জি ওসমানি মেডিক্যাল কলেজ  হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। সেখানে ডায়াবেটিস, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের চিকিৎসা নেওয়ার পর আজ রবিবার বিকালে সেখান থেকে মাউন্ড এডোরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার বড় ভাই ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী।

তিনি জানান, তার করোনা টেস্টের রিপোর্ট এখনও আসেনি। সে প্রায় ৩ বছর থেকে ডায়াবেটিস, শ্বাসকষ্ট রোগে ভূগছিল।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃসমরজিৎ সিংহ জানান, আমাদের হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। তার বিভিন্ন রোগ এবং উপসর্গ থাকায় সিলেটে ভর্তি করার পরামর্শ দিয়েছি।

এর আগে গত ২৬ মে করোনা আক্রান্ত হয়ে সিলেট শহীদ সামসউদ্দিন হাসপাতালে জুড়ীর প্রথম ব্যক্তি আব্দুল হান্নান মৃত্যুবরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.