Sylhet Today 24 PRINT

হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৪ জুন, ২০২০

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মুসলিমা খাতুন (৪) ও রহিমা খাতুন (৫) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার ভীমখালি ইউনিয়নের কলকখতা গ্রামের কলকখতা হাওরর এ ঘটনা ঘটে। মারা যাওয়া মুসলিমা খাতুন ও রহিমা খাতুন কলকখতা গ্রামের সুরুজ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রোববার দুপুরে কলকখতা গ্রামের আমপাড়া হাঁটির পাশে হাওরে ঠেলা জাল দিয়ে খেলার ছলে মাছ ধরতে যায় আপন দুই বোন মুসলিমা ও রহিমা।

বিজ্ঞাপন

পরবর্তীতে তাদের খোজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে পার্শ্ববর্তী বাড়ির শহীদ মিয়া আর তার স্ত্রী তাদের হাওরে মাছ ধরতে দেখে বলে জানালে পরে পানির নিচে থেকে দুইজনকে উদ্ধার করে স্থানীয় বাজারের ডাক্তারের কাছে নিয়ে গেলে দুইজনকেই মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, পরিবারের লোকজনকে না জানিয়ে দুই শিশু  জাল নিয়ে হাওরে মাছ ধরতে যায় এবং পরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.