Sylhet Today 24 PRINT

ছাতকে নদী ভাঙন এলাকা পরিদর্শনে পাউবো’র নির্বাহী প্রকৌশলী

ছাতক প্রতিনিধি |  ১৭ জুন, ২০২০

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সুপারিশে বুধবার (১৭জুন) পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ও এসও খালিদ হাসান ছাতকের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের পাহাড়ি এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি সোনাই (বাইরং) নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।

অব্যাহত নদী ভাঙনে হুমকির মুখে এখানের ফসলি জমি ও জনপদ। এসময় নির্বাহী প্রকৌশলী নদী ভাঙন রোধে কার্যকর ভূমিকা নেয়া হবে বলে জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, ভাঙন রোধে ব্যবস্থা নিতে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নির্দেশনা রয়েছে।

এর আগে সহকারী কমিশনার (ভূমি) তাপস শীলও নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন।

নির্বাহী প্রকৌশলীর পরিদর্শনকালে ইউপি সদস্য লাল মিয়া, এলাকার আব্দুল জব্বার খোকন, আওয়ামীলীগ নেতা কামাল মাস্টার, শফিক মিয়া, বাহার মিয়া, রঘু মনি সিংহ, আব্দুল হক, শামসুল হক, জাহির মিয়া, বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় সদস্য মিলন সিংহ, এলাইছ মিয়া,অনিল সিংহ ,আকদ্দুস আলী, হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.