Sylhet Today 24 PRINT

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছাতক প্রতিনিধি |  ১৯ জুন, ২০২০

সুনামগঞ্জের ছাতকে সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি পালন, নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৯জুন) বিকেলে উপজেলার পীরপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল।

এসময় মাস্ক ব্যাবহার না করায় ও স্বাস্থ্য বিধি না মেনে যত্রতত্র ঘুরাঘুরি করায় ৯ জন ব্যাক্তিকে ১৮শ টাকা ও নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ না করায় ও স্বাস্থ্য বিধি না মানায় ৪টি দোকানিকে ৫হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.