Sylhet Today 24 PRINT

বারডেমের নতুন মহাপরিচালক সিলেটের ডা. কাইয়ূম চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুন, ২০২০

সিলেটের সন্তান ডা. এম কে অাই কাইয়ূম চৌধুরী বারডেমের নতুন মহাপরিচালক হিসেবে অাজ রোববার দায়িত্বভার গ্রহণ করেছেন।

বারডেমের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে তিনি এ বছরের ১ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করে অাসছিলেন। প্রখ্যাত অর্থপেডিক সার্জন, আমেরিকান কলেজ অব সার্জনস এর বাংলাদেশ চ্যাপ্টারের গভর্নর ডা. এম কে অাই কাইয়ূম চৌধুরী এর অাগে বারডেমের অর্থোপেডিকসের প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।  তিনি ১৯৯৪ সালের ১৬ জুলাই কনসালটেন্ট অর্থোপেডিকস সার্জন হিসেবে বারডেমে যোগদান করেন।

প্রফেসর এম কে অাই কাইয়ূম চৌধুরীর গ্রামের বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অাশারকান্দিতে। তিনি অাশারকান্দি জ্যাকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। পরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে চিকিৎসাশাস্ত্রে উচ্চতর পড়াশোনা করেন। চিকিৎসাশাস্ত্রে অবদানের জন্য প্রফেসর মোহাম্মদ অাসির উদ্দিন স্বর্ণপদক লাভ করেন। তিনি ওভারসিজ ফেলো বৃটিশ অর্থোপেডিক এসোসিয়েশন। ডা. কাইয়ুম চৌধুরী ১৯৫৩ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা অাব্দুল কাইয়ূম চৌধুরী জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.