Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে বিকেল ৪ টারপর সব ধরণের চলাচল নিষিদ্ধ

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৪ জুন, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জে বিকেল ৪ টারপর সব ধরণের চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা কমিটি। করোনা সতর্কতায় মানুষকে ঘরে রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যান চলাচলে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত হয়েছে এই সভায়। একটি বাসে সিট প্রতি একজনের ওপর যাত্রী নেয়া যাবে না। সিএনজি আটোরিক্সায় তিনজনের ওপরে নয়। অতিরিক্ত যাত্রী নিলে দ্রুত আইনত ব্যবস্থা নেয়া হবে। প্রতিদিন বিকেল ৪ টার পর অতি জরুরী প্রয়োজন ছাড়া শুধু ফার্মেসী ব্যতিত অন্যান্য দোকানপাটের পাশাপাশি যানচলাচল ও বন্ধের নির্দেশ। করোনার এই সময়ে ব্যবসায়ী ও ভাড়াটিয়াদের কথা চিন্তা করে বিশেষ বিবেচনায় তাদের ২ মাসের ভাড়া মওকুফের জন্য আইনশৃঙ্খলা কমিটির সভায় মালিকদের প্রতি আহবান করা হয়।

বুধবার (২৪ জুন)  নবীগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিকক্রমে এ সিদ্ধান্ত গুলো গৃহিত হয়।

সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার ওসি তদন্ত উত্তম কুমার দাশ, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুম সামাদ, প্রভাষক রেজাউল আলম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, ছাইম উদ্দিন, আবু সাঈদ এওলা মিয়া, বজলুর রশিদ, সত্যজিৎ দাশ, মিনি বাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সুমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান, পল্লী বিদ্যুতের এজিএম রুহুল আমীন প্রমুখ।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.