Sylhet Today 24 PRINT

মাস্ক না পরায় বড়লেখায় ১০ জনকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি  |  ২৪ জুন, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় দিন দিন করোনা অাক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে, বিশেষ করে মাস্ক পরার জন্য অাহ্বান করা হচ্ছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বিভিন্নভাবে। কিন্তু অনেকেই তা মানছেন না।

এ অবস্থায় প্রায়ই প্রশাসন ভ্রাম্যমাণ অাদালত পরিচালনা করে জরিমানা অাদায় করছেন। তারপরও সচেতন হচ্ছেন না মানুষ। মাস্ক ছাড়া ঘুরছেন। এতে করে বাড়ছে সংক্রমণের ঝুঁকি।

বুধবার (২৪ জুন) সকালে ভ্রাম্যমাণ অাদালত বড়লেখা হাসপাতাল এলাকায় পর্যবেক্ষণ শুরু করেন। এইসময় মাস্ক না পরার অপরাধে ১০ জনকে জরিমানা করেন। হাসপাতাল এলাকায় মাস্ক না পরেই তারা ঘোরাফেরা করছিলেন।

বিজ্ঞাপন



এসময় ১০ জনের কাছ থেকে মোট ১ হাজার ৬০০ টাকা জরিমানা অাদায় করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভ্রাম্যমাণ অাদালতের অভিযান চলে।

ভ্রাম্যমাণ অাদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা বলেন, মাস্ক না পরায় তাদের জরিমানা করা হয়। হাসপাতাল এলাকায় তারা মাস্ক না পরেই ঘুরছিলেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.