Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরে মসজিদে হাত ধোয়ার টিনপ্লেট স্টিকার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৫ জুন, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মোতাবেক সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি বিষয়ক টিনপ্লেট স্টিকার স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্টিকারগুলো বিভিন্ন মসজিদের ইমামদের মধ্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস।

বিজ্ঞাপন

উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মডেলের মাওলানা ফজলুল হক বলেন, মসজিদ কমিটির সাথে সমন্বয় করে, মসজিদ কমিটির অর্থায়নে উপজেলার ২০টি মসজিদে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি বিষয়ক টিনপ্লেট স্টিকার স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল মসজিদে স্থাপন করা হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা ফজলুল হক, বিভিন্ন মসজিদের ইমাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.