Sylhet Today 24 PRINT

বড়লেখায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান, অর্থদণ্ড

বড়লেখা প্রতিনিধি |  ২৫ জুন, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় করোনা সংক্রমণরোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের বাইরে দোকান খোলা রাখা, মাস্ক না পরা ও অধিক যাত্রী পরিবহনের কারণে ২৬টি মামলায় ৩৪,১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানে সহায়তা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, করোনা সংক্রমণ রোধে জনসাধারণকে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছে। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের বাইরে দোকান খোলা রাখা, মাস্ক না পরা ও অধিক যাত্রী পরিবহনের কারণে ২৬টি মামলায় ৩৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.